ভূমি অফিসে অভিযান, ৩ ‘দালাল’কে কারাদণ্ড

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর গুলশানে ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৩ সদস্যকে আটকের পর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- মোহাম্মদ তাইপ, মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ রফিক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শিবলী সাদিক জানান, গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

এর আগে বুধবার ভূমি অধীকরণের চেক বিতরণের এক সংবাদ সম্মেলনে দালাল ধরতে ঘোষণা দেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। ঢাকায় ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, 'ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে দিতে এ রকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। সব অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে সেবাপ্রত্যাশীদের জানাতে অনুরোধ করছি।'

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

6h ago