‘বন্ধন এক্সপ্রেস’ থেকে আবারও মদ-বিদেশি সিগারেট জব্দ

বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে মদ, বিদেশি সিগারেট, শাড়িসহ কসমেটিকস পণ্য জব্দ করে কাস্টমস। ছবি: সংগৃহীত

ভারত থেকে আসা খুলনাগামী 'বন্ধন এক্সপ্রেস' ট্রেনে অভিযান চালিয়ে মদ, বিদেশি সিগারেট, শাড়িসহ কসমেটিকস পণ্য জব্দ করেছে কাস্টমস।

আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল রেলস্টেশনে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৭ সালে খুলনা-কলকাতা রুটে বন্ধন মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয়। তখন থেকেই চোরাকারবারিরা এটিকে একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে।

ট্রেনটি প্রতি রোববার খুলনা থেকে কলকাতা যায় এবং প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে খুলনায় আসে।

গত রোববার দুপুরেও বেনাপোল রেলস্টেশন এলাকায় বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদসহ ৫০ হাজার কার্টন সিগারেট জব্দ করে কাস্টমস।

যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, আজও বন্ধন এক্সপ্রেস ট্রেনে চোরাই পণ্য আসছে, এমন সংবাদ পেয়ে কাস্টমসের একটি দল অভিযান চালায়। অভিযানে ট্রেন থেকে বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস কসমেটিকস, বিভিন্ন ব্র্যান্ডের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। 

জব্দকৃত পণ্যের চালান কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago