রাজধানীতে ডিবি পরিচয়ে ছাপাখানা কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

ছাপাখানার ডিজাইনার সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ছাপাখানার দোকানে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অভিযান চালিয়ে এক কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে দোকান মালিকও নিখোঁজ।

পরিবারের সদস্যরা এখনো তাদের সন্ধান পাননি।

তারা হলেন- হেরার জ্যোতি ডিজাইন অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক মমিনুল ইসলাম ও ছাপাখানার ডিজাইনার সাইফুল ইসলাম।

মমিনুলের শ্যালক মাসুম বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন ফকিরাপুলের আলিজা টাওয়ারে অবস্থিত ওই দোকানে যান এবং সাইফুলকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তারা সাইফুলসহ দোকানের কম্পিউটার ও হার্ডডিস্ক নিয়ে যান।'

'সেসময় মমিনুল দোকানে ছিলেন না। কিন্তু সেসময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি', যোগ করেন তিনি।

মাসুম জানান, মমিনুল ও সাইফুলের অবস্থান জানতে তারা মতিঝিল এবং পল্টন থানায় গিয়েছিলেন। কিন্তু থানা থেকে কেউ তা নিশ্চিত করতে পারেননি।  

এ বিষয়ে জানতে চাইলে ডিবির উপ-কমিশনার (মতিঝিল বিভাগ) রাজীব আল মাসুদ ডেইলি স্টারকে জানান, তার টিম এ পরিচয়ের কাউকে আটক করেনি।

Comments