সাঙ্গু নদীতে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২

তরুণীর মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবির প্রায় ১৬ ঘণ্টা পর এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার তিন্দু ইউপির বংড পাথর (বড় পাথর) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করা ওই তরুণীর নাম লং রে খুমি (২১)। তিনি থানচির রেমাক্রী ইউনিয়ন পরিষদের অং লে খুমি পাড়ার বাসিন্দা নিখোঁজ লং বে খুমির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছোট মদকের অং লে খুমি পাড়া থেকে নয়জন যাত্রী নিয়ে নৌকাটি রেমাক্রী বাজারে আসে। সন্ধ্যা ৬টার পর ফেরার পথে রেমাক্রীর ছোট মদকের আদা পাড়ার এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর স্রোতে ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এরপর সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে যায়। আজ থানচি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হন। তাদের মধ্যে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ দুইজনকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইউএনও।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

54m ago