ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

ইয়াবা পাচারের অভিযোগে দায়ের মামলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের আশ্রয় নেওয়া ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, '২০১৯ সালে ৮ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে গ্রেপ্তার করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২১ সালে এই মামলার বিচার শুরু হয়। আজ আদালত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।'

গত ২৪ জানুয়ারি ইয়াবা ও মুদ্রা পাচারের মামলায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল মিয়ানমারের ৩ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago