বরিশাল

খাল উদ্ধার করতে যাওয়া ভ্রাম্যমাণ আদালতে হামলা, ককটেল বিস্ফোরণ

দুই অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড
বরিশাল
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বরিশালের বাবুগঞ্জে খাল উদ্ধার অভিযানে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের আরজিকালিকা পুর স্থানে এই ঘটনা ঘটে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা জানান, চাদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুরে আবদুল হালিম নামের এক ব্যক্তি খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করেছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে খাল দখলের সত্যতা পাওয়া যায়। খাল উদ্ধার করতে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আবদুল হালিমের দুই ছেলে ও তাদের সহযোগীরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটান। তারা আমার ওপরও হামলার চেষ্টা করে। এ সময়ে পুলিশ নয় জনকে আটক করে। পরে আবদুল হালিম এই দুই ছেলে নাইম হাসান ও সাইফুল হাসানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক অন্যরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় স্থানীয় চেয়ারম্যান ও অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

চাদপাশা ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, নিষেধ করার পরও আবদুল হালিম প্রবাহমান খালের ওপর স্থাপনা নির্মাণ করেছিলেন। এতে ওই এলাকায় কয়েক শ একর জমিতে ধানের চাষে সমস্যা হচ্ছিল।

এয়ারপোর্ট থানার ওসি হেলালউদ্দিন জানান, হামলার ঘটনা আমরা শুনেছি। ইউএনও নির্দেশ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

9m ago