ই-অরেঞ্জের সোহেল রানার নেপাল পালানোর আশঙ্কায় সীমান্তে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ

সোহেল রানা। ছবি: সংগৃহীত

আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট বনানী থানার বরখাস্ত পরিদর্শক শেখ সোহেল রানা ভারত থেকে নেপালে পালাতে পারেন বলে খবর পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাকে আটক করতে জলপাইগুঁড়ি জেলার নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নেপালে অবস্থানরত বোনের কাছে সোহেল রানা পালাতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ পুলিশ।

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ২০২১ সালের সেপ্টেম্বরে সোহেলকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে আটক করে বিএসএফ।

আজ রোববার রাতে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অমিত ভার্মা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটকের পর ২০২১ সালের নভেম্বরে মেখলিগঞ্জের একটি আদালত সোহেল রানাকে শর্তসাপেক্ষে জামিন দেয়।'

প্রধান দুটি শর্ত ছিল-তিনি মেখলিগঞ্জের বাইরে যাবেন না এবং সপ্তাহে একবার মেখলিগঞ্জ থানায় রিপোর্ট করবেন।

পুলিশ কর্মকর্তা অমিত ভার্মা জানান, গত ৩০ ডিসেম্বরের পর থেকে সোহেল রানা স্থানীয় থানায় রিপোর্ট করেননি।

ভার্মা বলেন, 'রানা গত ৩ সপ্তাহে যা করেছেন তা হলো মেডিকেল রিপোর্ট অ্যাটাচ করে ই-মেইলে যোগাযোগ করে জানিয়েছেন যে তিনি সুস্থ নন। তার আরও ভালো চিকিৎসার প্রয়োজন এবং জামিনের শর্ত অনুযায়ী থানায় রিপোর্ট করতে পারছেন না।'

এএসপি ভার্মা জানান, তারা সোহেল রানাকে খুঁজছেন এবং নেপাল সীমান্তে পুলিশকে সতর্ক করেছেন।

নেপালে সোহেল রানার বোন থাকেন এবং সোহেল সেখানে পালিয়ে যেতে পারে বলে তারা ধারণা করছেন।

অমিত ভার্মা বলেন, 'তার পুলিশ স্টেশনে অনুপস্থিতি সম্পর্কে মেখলিগঞ্জের আদালতকে জানানো হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

40m ago