বনানী থানার পরিদর্শক সোহেল রানা সাময়িক বরখাস্ত

ভারতে গ্রেপ্তার পুলিশ পরিদর্শক সোহেল রানা। ছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে গতকাল রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ভারতে গ্রেপ্তার হওয়ার সংবাদ ও কর্মক্ষেত্রে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএমপি এক আদেশে গতকাল উত্তরা-পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে বনানী থানায় সোহেলের স্থলাভিষিক্ত করেছে।

শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোহেলকে কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থেকে আটক করে। তার বিরুদ্ধে ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগ রয়েছে।

ই-অরেঞ্জের ভোক্তারা মামলা দায়ের পর তিনি বিনা অনুমতিতে কর্মক্ষেত্র ছেড়ে যান। পুলিশ তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago