দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা, মুফতি ইব্রাহীমের ১ বছর ৩ মাসের কারাদণ্ড
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'মুফতি ইব্রাহীমের গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে আজ সোমবার পর্যন্ত তিনি ১ বছর ৩ মাস ১৯ তিন কারাগারে আটক আছেন। সে হিসেবে তার আদালত প্রদত্ত সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তিনি অনতিবিলম্বে মুক্তি পাবেন।'
২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে গোয়েন্দা পুলিশ।
তার রিমান্ড আবেদনের সময় তদন্ত কর্মকর্তা বলেন, 'মুফতি ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা, উস্কানিমূলক ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে।'
Comments