মুফতি কাজী ইব্রাহীম ২ দিনের রিমান্ডে
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মুফতি কাজী ইব্রাহীমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার দুপুরে আদালত এই আদেশ দেন।
ডিবির উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে প্রতারণার অভিযোগে ও ডিজিটাল নিরাপত্তা আইনে মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। আজ সকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল জেড এম রানা নামে একজন মুফতি কাজী ইব্রাহীমসহ ৪ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ছাড়া, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
গতকাল ভোরে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মুফতি কাজী ইব্রাহীমকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্প্রতি তার দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দাদের একটি দল তাকে আটক করেছে।
Comments