বান্দরবানে গহীন জঙ্গলে ‘অভ্যন্তরীণ কোন্দলে’ নিহত জঙ্গির কবর

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের রুমা উপজেলায় গহীন জঙ্গলে 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র এক জঙ্গি সদস্যের কবরের সন্ধান পাওয়া গেছে।

আজ শনিবার সন্ধ্যায় রুমা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী জানান, স্থানীয় প্রশাসন মরদেহটি উদ্ধারে কাজ করছে। তবে, তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র ৫ সদস্যকে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে পুলিশের আবেদনে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেদের মধ্যে কলহের জেরে নিজেদের এক সদস্যকে হত্যা করে কবর দেওয়া হয়েছে বলে জানান তারা।

এ তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‌্যাবের একটি দল ২ জঙ্গিকে সঙ্গে নিয়ে রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুর্গম লুয়ংমুয়াল পাড়া এলাকার পাহাড়ে নিহত জঙ্গির কবর শনাক্ত করে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, 'আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত জঙ্গির মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিকুল আবহাওয়ার কারণে আগামীকাল মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।'

রুমা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী জানান, আদালতের নির্দেশে আগামীকাল মরদেহটি উত্তোলন করা হবে।

Comments

The Daily Star  | English

KMCH struggles to cope with dengue patients

Khulna is witnessing a surge in the number of dengue patients every passing day. Now, Khulna Medical College Hospital is grappling with the surge of dengue patients getting admitted

1h ago