চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে ১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফয়’স লেক এলাকায় ৪৯ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফয়'স লেক এলাকায় ৪৯ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার আকবরশাহ থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের সহকারী পরিচালক হাছান আহাম্মদ।

আসামি ইয়াছিন উল্লাহ রাশেদ ওই এলাকার বাসিন্দা।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের সহকারী পরিচালক হাছান আহাম্মদ বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ৮ জানুয়ারি আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাই। এরপর অভিযুক্তকে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিস দিই। আজ শুনানি শেষে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।'

Comments

The Daily Star  | English

ACC finds no lockers or safe deposits under 25 BB officials' names

An eight-member ACC team went to the central bank today to conduct a search

16m ago