কাশিমপুর কারাগারে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু

কাশিমপুর কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) বন্দি আব্দুল হোসেন খোকন (৫৫) নামের এক হরকাতুল জিহাদ (হুজি) সদস্যের মৃত্যু হয়েছে।

খোকন বরিশালের কোতয়ালি থানার রাজধর গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের (পার্ট-২) সুপার আমিরুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে খোকন হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Dhanmondi 32 demolition still ongoing

As of 10:00pm, protesters were seen taking apart bricks and rods of the the house using sledgehammers

2h ago