হোটেল নির্মাণে নকশা না মানার অভিযোগ

বিএনপির আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্টার ফাইল ফটো

ঢাকার বনানীতে নকশাবহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (১) মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার, ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার ও রাজউকের ভবন পরিদর্শক আওরঙ্গজেব (নান্নু)।

মামলার নথি থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি উন্নয়নের নামে পাশের ২৫ নম্বর প্লটটি কেনেন। সেখানে অনুমোদিত নকশা না মেনে ২ প্লটে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ শেষে ৫ তারকা হোটেল সারিনা ইন লিমিটেড পরিচালনা করেন।

এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ (আইন নং-২) এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলমের জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাই করতে গিয়ে দুদক জানতে পারে, তারা ২ জনই বনানী এলাকার ১৭ নম্বর সড়কের ২৭ ও ২৫ নম্বর প্লটে অবস্থিত ৫ তারকা হোটেল সারিনা ইন লিমিটেডের শেয়ারহোল্ডার। রেকর্ড পর্যালোচনা করে আরও জানা যায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৪ আসামি হোটেল সারিনার মালিক ছিলেন। তিনি যে ৫ তারকা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত, তা গোপন করেছেন।

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

4h ago