গাজীপুরে ১ তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৩

উদ্ধার করা তক্ষক। ছবি: সংগৃহীত

গাজীপুরে একটি তক্ষকসহ 'পাচারকারী চক্রের' ৩ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার গাজীপুরের বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে তক্ষক পাচারকারী চক্রের সদস্য মাসুদ রানা কক্সবাজার থেকে আনা একটি তক্ষক বিক্রির উদ্দেশে গাজীপুরে নিয়ে আসেন। তিনি আউটপাড়া এলাকার একটি আসবাবপত্রের দোকানের সামনে ক্রেতা ইদ্রিস আলী ও শাহীন আলমের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে আগে থেকেই সেখানে অবস্থান নেয়। পরে তক্ষক বিক্রির বিষয়ে আলাপ আলোচনার সময় তাদের আটক করা হয়।

সাখাওয়াত হোসেন বলেন, 'জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বন্যপ্রাণী সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছে।'

Comments

The Daily Star  | English

5 dead bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

36m ago