কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Kashimpur-central-jail
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মারা যাওয়া কয়েদির নাম আশফাক আহমেদ শিহাব (৩৪)।

তিনি কারাগারের হাইসিকিউরিটি পার্ট-৪-এর কয়েদি ছিলেন। আজ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আশফাক আহমেদ শিহাব টাঙ্গাইল সদরের রেজিস্ট্রিপাড়া গ্রামের মোস্তফা শফির ছেলে। তার কয়েদি নম্বর-৪২০৭/এ। ঢাকার পল্লবী থানায় দায়ের হওয়া একটি মামলায় সাজা পেয়ে কারাগারে ছিলেন তিনি।

জেল সুপার বলেন, 'আজ সকাল সাড়ে ৯টার দিকে হঠান বুকে ব্যথা অনুভব করেন আশফাক। এসময় তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১১টায় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

'আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

8h ago