সাভারে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মী ৩ দিনের রিমান্ডে

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারে 'বিস্ফোরক দ্রব্যসহ' গোপন রুকন বৈঠক থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক রাসেল মোল্লা তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার একটি আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ শনিবার রাত ৮টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে এসব নিশ্চিত করেন।

এর আগে গতকাল সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বড় ধরনের নাশকতা ঘটাতে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী সেখানে জমায়েত হয়েছিল। তাদের কাছে থেকে ককটেল, দেশীয় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লিফলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক ২টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: CA offers full support to probe body

Commission receives 1,600 complaints so far

37m ago