সাভারে ‘বিস্ফোরক দ্রব্যসহ’ জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মী আটক

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারে 'গোপনে রুকন সম্মেলন করার সময়' জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেড এলাকা থেকে তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

ওসির ভাষ্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটিত করতে ও বড় ধরনের নাশকতা ঘটাতে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত- শিবিরের ৬৬ নেতা-কর্মী ওখানে জমায়েত হয়েছিল।

তিনি বলেন, 'সবাইকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে ককটেল, দেশী অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পৃথক ২টি মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

43m ago