তিস্তায় শিবমন্দিরের দানবাক্স লুটের ঘটনায় গ্রেপ্তার ১

প্রাচীন এই মন্দিরটির অবস্থান লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজারে। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী শিব মন্দিরের শিবলিঙ্গ ভাঙচুর ও দানবাক্স লুটের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোররাত ২টার দিকে ফারুক শেখ (৪০) নামের ওই ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী গেন্দুকুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গেন্দুকুড়ি গ্রামের এনু শেখের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরশাদুল আলমের ভাষ্য, ফারুক শেখ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, 'ফারুক শেখ কি কাজ করতেন এবং তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা- সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে।'

শুক্রবার ভোররাতে গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজারে অবস্থিত অতি প্রাচীন এই মন্দিরে শিবলিঙ্গ ভাঙচুর ও দানবাক্স লুটের ঘটনা ঘটে। পরে মন্দিরের সভাপতি সুরেন্দ্র প্রসাদ গুপ্ত বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

 

Comments

The Daily Star  | English

Injured protesters break barricades, take position near CA residence

Witnesses said dozens of protesters first broke through a barricade set up by the police near the Intercontinental Hotel in Shahbagh around midnight

19m ago