সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৬

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, 'সাভারে কলাপাড়ার এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় ৫ ডাকাতসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার, ডাকাতি হওয়া মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা এবং মোবাইল বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।'

গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল ফকির (২০), মো. নাঈম (২০), মো. কামরুল হাসান (২২), সজিব আহমেদ (২০), মো. আরমান(২০) ও মোবাইলের দোকানদার গোলাম মোস্তফা।

এর আগে, গতকাল গ্রেপ্তার রাসেলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত এসিল্যান্ডের বোনজামাই অজ্ঞাত ৬ ছিনতাইকারীকে আসামি করে গতকাল মামলা করেছেন।'

Comments

The Daily Star  | English

Stay alert against conspiracies: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged all to stay alert, warning that conspiracies are underway to once again plunge Bangladesh into new dangers

52m ago