হিযবুত তাহরীরের পলাতক ৬ সদস্যকে খুঁজছে পুলিশ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পলাতক ৬ সদস্যকে খুঁজছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ বুধবার এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তারা হলেন- মো. আবু জায়িদ, শিবলি আহম্মেদ, মো. ইমাদুল আমিন, মো. ফয়সাল, আব্দুর রহমান ও হাফিজ আল রাজি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সংগঠনের বেশ কিছু সক্রিয় সদস্য ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে অনলাইনে সমাবেশ করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হিযবুত তাহরীরের উগ্রবাদী কার্যক্রম প্রচারের জন্য তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এরপর আসামিরা আত্মগোপনে চলে যান।
এতে আরও জানানো হয়, আসামিরা দেশ থেকে চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ভীতি ও দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্নভাবে পরিকল্পনা করে আসছেন। এ ছাড়াও, তারা সাধারণ জনগণকে তাদের সংগঠনের প্রতি এবং উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা দেশ ও জনগণের শত্রু।
Comments