রাজবাড়ীর বিএনপি নেত্রী সোনিয়ার জামিন স্থগিত

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগে হওয়া মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। 
সোনিয়া আক্তার স্মৃতি। ছবি: সংগৃহীত

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগে হওয়া মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। 

হাইকোর্টের জামিন আদেশে সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত।

আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের দায়ের করা আবেদনের পর এই আদেশ দেন তিনি।

একইসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

এর আগে, সোনিয়ার দায়ের করা জামিনের আবেদনের পর গত ৩১ অক্টোবর এই মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

আজ আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মো. মোরশেদ। অন্যদিকে আবেদনের শুনানির সময় সোনিয়ার পক্ষে যুক্তি দেখান সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট করার অভিযোগে গত ৫ অক্টোবর সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল আরেফিন চৌধুরী। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। একইদিনে সোনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago