সংরক্ষিত বনের গাছ কাটায় ৩ জনের কারাদণ্ড
সংরক্ষিত বনের গাছ কর্তন ও পাচারের অপরাধে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের বন আদালত।
আজ সোমবার চট্টগ্রাম বন আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এই রায় দেন।
এ ছাড়া রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জার তারিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জের আওতাধীন ফটিকছড়ি বন বিটের কর্মকর্তা মো. অলিউর ইসলাম বাদী হয়ে সরকারি সংরক্ষিত বনভূমিতে প্রবেশ করে সেগুন গাছা কাটা ও পাচারের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলার ৩ আসামিকে বন আইনের ২৬ (১ক) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন।
Comments