৩ হাজার ৭০০ কোটি টাকা লুটের অগ্রগতি জানতে চান হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

কৌশলে ৩ হাজার ৭০০ কোটি টাকা লুটপাটে জড়িত বাংলাদেশ ব্যাংকের ৫ ডেপুটি গর্ভনরসহ দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন আদালত।

আগামী ২৭ অক্টোবরের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলমকে অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছে।

একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমটো) এ আদেশ দেন।

গতকাল প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে (আইএলএফএসএল) আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ৫ ডেপুটি গভর্নর এবং ২৪৯ কর্মকর্তার দায় আছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় অর্থ লুট করেছেন আলোচিত পি কে (প্রশান্ত কুমার) হালদার ও মেজর (অব.) মান্নান।

Comments

The Daily Star  | English
Chief Adviser's suggestion on voter age

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

3h ago