ঢাকা মহানগর ছাত্রদল নেতার মৃত্যু: ৬ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা

জাকির হোসেন মিলন। ছবি: সংগৃহীত

২০১৮ সালের মার্চে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় শাহবাগ ও রমনা থানার ২ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেছে তার পরিবার।

আসামিদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ এর ১৫(২) ধারায় মামলাটি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সদস্যরা হলেন- শাহবাগ থানার ওসি আবুল হাসান, রমনা থানার তৎকালীন ওসি কাজী মাইনুল হোসেন, শাহবাগ থানার সাবেক উপ-পরিদর্শক অমল কৃষ্ণ, সুজন কুমার রায়, সাইদুর রহমান মুন্সি ও শাহরিয়ার রেজা।

আজ বুধবার মিলনের চাচা বিএনপি নেতা বিএম ওয়ালিউল্লাহ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন।

বিচারক মো. আসাদুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

15h ago