শুক্রাবাদে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
রাজধানীর শুক্রাবাদে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর হাজারীবাগ এলাকায় স্বামীর সঙ্গে বাস করেন ওই নারী। অনলাইনে বিউটি পার্লারের ব্যবসা করেন তিনি। গতকাল একটি মেয়ে ফোন দিয়ে ধানমন্ডি এলাকায় যেতে বলে। সেখানে একটি বাসায় গেলে নিয়ে যাওয়ার পর একটি মেয়ে ও তিন জন ছেলে তাকে মারধর করে। পরে সংঘবদ্ধ ধর্ষণের পর মেয়েটিকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
আজ বুধবার সকালে চিকিৎসার জন্য প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় ভুক্তভোগী নারীকে। পরে বিষয়টি ধানমন্ডি থানায় জানানো হয়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মনছুর আহমেদ জানান, আজ সন্ধ্যার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। সেটি শেরেবাংলা নগর থানাধীন। বর্তমানে ওই থানা এটির তদন্ত করছে।
Comments