পুলিশের গাড়িতে ডাকাতি

স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জে বগুড়া পুলিশের একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ বুধবার ভোররাতে এই ডাকাতির ঘটনায় পুলিশের ২টি মোবাইল ফোন এবং ৫ থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডাকাতি না, একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩-৪ জন ছিনতাইকারী বগুড়া সোনাতলা পুলিশের একটি গাড়ি অস্ত্রের মুখে থামিয়ে ২টি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে নিয়েছে।'

এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান বলে জানান এসপি।

বগুড়া সোনাতলার একটি টিম ঢাকায় যাওয়ার পথে আজ ভোররাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে বলেন জানান তিনি।

তবে এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ এখনো বিস্তারিত কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

8m ago