উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে ‘আরসা’র গুলি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের হামলায় এক রোহিঙ্গা নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।
গুলিবিদ্ধ মোহাম্মদ হোসেন (৩৮) উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের মোহাম্মদ মিয়ার ছেলে।
তিনি বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের প্রধান মাঝি।
এএসপি ফারুক আহমেদ বলেন, 'মাঝি মোহাম্মদ হোসেন কয়েকজন স্বেচ্ছা পাহারাদারের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হন।'
তিনি আরও বলেন, 'খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মোহাম্মদ হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।'
জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএনের অভিযান চলছে বলে জানান তিনি।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল পুলিশ বুথে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিপন চৌধুরী বলেন, 'রাত ১১টায় মোহাম্মদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক।'
Comments