রাজশাহীতে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

বোমা তৈরির উপকরণ ও আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে র‍্যাব আটক করে। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে গান পাউডার, বোমা তৈরির উপকরণ ও ৭টি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন-মো. আতিকুর রহমান (৩৫), মো. শাহীন আলী (২৫) ও মো. শহিদুল (২৬)।

আজ শুক্রবার কাটাখালী থানাধীন কাপাসিয়া পাহাড়পুর এলাকায় আতিকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, বোমা তৈরির স্প্লিন্টার, ৪টি বিদেশি রিভলবার, ৩টি পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়।

লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, 'আতিক তার পোল্ট্রি ফার্মের কাছে এসব গোলাবারুদ লুকিয়ে রেখেছিলেন।'

আটককৃতরা রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল বলেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago