কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ১
দুর্গাপূজার ভিডিও এডিট করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে কুমিল্লায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার সাইকুল ইসলাম সুজনসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ওসি রাজেশ বড়ুয়া বলেন, 'সাইকুল বুড়িচং উপজেলার রাজাপুর উত্তর পাড়ার আবুল কালাম আজাদের ছেলে।'
রাজাপুর গ্রামের কমল চন্দ্র মিত্র পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, গত বুধবার বিজয়া দশমীর দিন পূজা মণ্ডপের নাচের দৃশ্য মোবাইলে ভিডিও করে তিনি তার প্রতিষ্ঠান 'নন্দিতা জুয়েলার্স'র নামে থাকা ফেসবুক আইডির স্টোরিতে আপলোড করেন। পরদিন তিনি দেখতে পান যে, তার সেই ভিডিওটি এডিট করে সেখানে ইসলামী নাতে রাসুল/গজল সংযোজন করে 'সুজন' নামের এক ফেসবুক আইডিতে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস সহকারে আপলোড করা হয়। ফলে তিনি তাৎক্ষণিক বিষয়টি বুড়িচং থানা পুলিশকে জানান।
পরে জেলা ডিবি পুলিশ অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পায়। সেদিনই ডিবির একটি বিশেষ টিম বুড়িচং থানা পুলিশের সহায়তায় 'সুজন' নামের ফেসবুক আইডির মালিক সাইকুলকে গ্রেপ্তার করে।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইকুল ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন এবং তিনি তার মোবাইল দিয়ে ফেসবুকে লগইন করে সেই পোস্টটি দেখান। এ ছাড়া, ভিডিওটি তিনি তার ভাতিজা দুবাই প্রবাসী রাকিবুল ইসলামকে মেসেঞ্জারে পাঠিয়েছেন বলেও জানান।
এ ঘটনায় আজ সাইকুলসহ রাকিবুল ইসলাম ও সানজিদা আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে পুলিশ।
কুমিল্লা জেলা ডিবি পরিদর্শক শরিফ ইবনে আলম মামলাটি তদন্ত করছেন।
Comments