বড়পুকুরিয়া দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পেছাল

khaleda zia
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও মুলতবি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলী হুসাইন এই মামলায় আগামী বছরের ২৩ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানিয়েছে, বিভিন্ন কারণে এ নিয়ে ৪১ বারের মতো শুনানির তারিখ পেছাল।

আজ শুনানির সময় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরীসহ ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরেক আসামি মো. সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেছিল।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago