কুড়িগ্রামে এসএসসির প্রশ্নফাঁস: আরও ২ শিক্ষকসহ গ্রেপ্তার ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আরও ২ শিক্ষকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ৩ জন হলেন— ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ‍কৃষিবিজ্ঞান বিষয়ের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলার শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, 'প্রশ্নফাঁসের ঘটনায় নতুন করে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে।'

এর আগে মঙ্গলবার রাতে এ ঘটনায় একই বিদ্যালয়ের ৩ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া, এ ঘটনায় দায়ের করা মামলার আরেক আসামি ওই বিদ্যালয়ের অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।

Comments