চসিক মেয়রকে হুমকির অভিযোগে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীকে নিয়ে মন্তব্য করায় চট্টগ্রামের করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল বাদী হয়ে চান্দগাঁও থানায় এ মামলা করেন। ৩১, ২৯ ও ২৫ ধারায় মামলা হয়েছে। আমরা মামলাটি তদন্ত করবো।'

মামলায় অভিযোগ করা হয়েছে, দুদিন আগে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের ওই নেতা এক সমাবেশে আপিলের মাধ্যমে জনদুর্ভোগ না বাড়িয়ে গৃহকর বাতিলের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সিটি মেয়রকে 'চট্টগ্রাম ছাড়ার হুমকি' দেন এবং বক্তব্যে মেয়রকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এছাড়া সেদিন সভায় গৃহকর বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৩ সেপ্টেম্বর শহরে গণমিছিল করার ঘোষণা দেন নুরুল আবছার। 

 

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago