খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার বিকেলে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, ভারতীয় পণ্য পাচার হচ্ছে জানতে পেরে শুল্ক গোয়েন্দাদের একটি দল বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় বন্ধন এক্সপ্রেসে অভিযান চালায়। এ সময় ভারতীয় জর্দা, ক্রিম, ফেসওয়াশ, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্ক সুতাসহ ১০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। 

জব্দ পণ্যগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে বলে জানান মনিরুজ্জামান।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago