খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

murder logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় নিজ বাসায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে আবুল হাসেম নামে এক রিকশাচালকের বিরুদ্ধে।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও তিলপাপাড়ার ৭ নম্বর রোডের ২১৬/এ নম্বর বাড়ির ৩য় তলায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই পুলিশ নিহত খুকি বেগমের (৪২) মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, 'খুকি বেগম গৃহপরিচারিকা কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটা উপজেলার কান্দাপাড়ায়। তার স্বামী রিকশাচালক আবুল হাসেমের সঙ্গে ওই বাসায় তিনি ভাড়া থাকতেন। তাদের ১ ছেলে ও ২ মেয়ে।'

তিনি আরও বলেন, 'নিহত নারীর স্বামী আবুল হাসেম পীর ভক্ত। তার পরিবার দাবি করেছে, বিভিন্ন কারণে তার মানসিক সমস্যা ছিল। এই কারণেই রুমের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করেন তিনি।'

স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই বাসার নিচ থেকেই রক্তমাখা অবস্থায় আবুল হাসেমকে আটক করে পুলিশ।

এসআই আবু তালেব জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Comments