খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফখরুল ইসলামের (৫৯) মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, আজ সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

এসআই আরও জানান, ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন। তিনি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে অবসরে যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments