মিতু হত্যা মামলা: বাবুলসহ ৭ জনের নামে অভিযোগপত্র

সংবাদ সম্মেলনে কথা বলছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা। ছবি: স্টার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুখ। 

পরে পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পিবিআই পুলিশ সুপার নাঈমা সুলতানা সাংবাদিকদের বলেন, 'মিতু হত্যার তদন্ত শেষে আমরা অভিযোগপত্র জমা দিয়েছি। হত্যাকাণ্ডের তদন্তে আমরা বাবুল আক্তারকে আসামি হিসেবে পেয়েছি।'

কেন মিতুকে হত্যা করা হয়, এমন প্রশ্নের জবাবে নাঈমা সুলতানা বলেন, 'আমরা আগে বারবার বলেছি হত্যাকাণ্ড কেন হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ৩ বছর আমরা তদন্ত করেছি। ১ নম্বর আসামি বাবুল আক্তার কীভাবে জড়িত তা আমরা পেয়েছি।' 

আসামিদের সম্পর্কে নাঈমা সুলতানা বলেন, 'তদন্ত করে যাকে আসামি পেয়েছি তাদেরই এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় গেলে বিস্তারিত জানতে পারবেন। নো মোর কমেন্টস।'

ছবি: স্টার

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কামরুল হাসান সাংবাদিকদের বলেন, 'প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা হয়েছে। সংশ্লিষ্ট আদালত এটা দেখবেন। আগামী ১০ অক্টোবর এ মামলার দিন ধার্য আছে।'
 
'যেহেতু এটি হত্যা মামলা, তাই এর বিচার কাজ হবে দায়রা জজ কোর্টে,' বলেন তিনি।

পিবিআই ও আদালত সূত্র জানায়, মোট ২০৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে ৯৭ জনকে সাক্ষী করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago