সোহেল চৌধুরী হত্যা মামলা মহানগর দায়রা আদালতে ফেরত পাঠানোর দাবি

সোহেল চৌধুরী। ছবিধ সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবী বলেছেন, মামলাটি ১৩৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্ধারিত সময় এরই মধ্যে শেষ হয়েছে। সুতরাং মামলাটি বিচারের জন্য দ্রুত ট্রাইবুনাল থেকে মহানগর দায়রা আদালতে ফেরত পাঠানো উচিত।

মামলার অন্যতম আসামি আশিস রায় চৌধুরীর পক্ষে আসামিপক্ষের আইনজীবী আজ সোমবার মামলাটি আগের আদালতে ফেরত পাঠানোর জন্য ঢাকার একটি ট্রাইব্যুনালে আবেদন করেন।

আবেদনে আসামিপক্ষের আইনজীবী বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৩ সালের ১১ নভেম্বর ট্রাইবুনালে স্থানান্তর করা হয়। তারপর থেকে ইতোমধ্যেই মোট ১৪৩টি কর্মদিবসের কাজ শেষ হয়েছে। কিন্তু দ্রুত বিচার আইন-২০০৩-এর ১০(৪) এর অধীনে নির্ধারিত সময়ের মধ্যে বিচার কাজ শেষ হয়নি।

এর আগে মামলার বাদী তৌহিদুল ইসলাম চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হয়ে হত্যাকাণ্ডের বিষয়ে যা জানতেন তা বর্ণনা করতে আসেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন ২৪ আগস্ট আবেদনের ওপর আদেশের দিন ধার্য করেন।

আজ শুনানির সময় কারাগারে থাকা আশিস রায় এবং আরও দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানী এলাকার আবেদিন টাওয়ারের ট্রাম্পস ক্লাবে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্তের পর গোয়েন্দারা ১৯৯৯ সালের ৩০ জুলাই আশীষ রায় এবং আরও ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments

The Daily Star  | English

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

1h ago