ঘূর্ণিঝড় রিমাল: যশোরে ৩ হাজার ৭৪ হেক্টর জমির সবজিসহ ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় রিমালের কারণে যশোরে ক্ষতিগ্রস্ত কলাবাগান। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের কারণে যশোরে ৩ হাজার ৭৪ হেক্টর জমির সবজিসহ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

যশোর জেলা কৃষি অফিসের উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার জানান ঘূর্ণিঝড়ে বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। শাকসবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ, মরিচ, পাট, লিচু ও লেবুর খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মৌসুমে যশোরাঞ্চলে ১৪ হাজার ২২০ হেক্টর জমিতে সবজি, ৫৮৭ হেক্টর জমিতে কলা, তিন হাজার ৯২৪ হেক্টর জমিতে আম, এক হাজার ৬৮০ হেক্টর জমিতে তিল, ৫৫৯ হেক্টর জমিতে পেঁপে, ৫১৫ হেক্টর জমিতে মুগ, ৪৩৫ হেক্টরে মরিচ, ২৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে পাট, ৬৪১ হেক্টর জমিতে লিচু এবং ১৪৮ হেক্টর জমিতে কাগজি লেবুর চাষ হয়েছে।

যশোর জেলা কৃষি অফিসের উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার বলেন, 'এসবের মধ্যে ঘূর্ণিঝড়ে ১ হাজার ৪২৯ হেক্টর জমির সবজি, ৬৭ হেক্টর জমির কলা, ১১৪ হেক্টর জমির আম, ৩৩১ হেক্টর জমির তিল, ২৬ হেক্টর জমির পেঁপে, ৩৬ হেক্টর জমির মুগ, ৬০ হেক্টর জমির মরিচ, ৯৭২ হেক্টর জমির পাট, ৩৬ হেক্টর জমির লিচু ও ৩ হেক্টর জমির কাগজি লেবু ক্ষতিগ্রস্ত হয়েছে।'

ক্ষতিগ্রস্ত চাষিরা বলছেন, ধান বাদে অন্যসব ফসলের ক্ষতি হয়েছে। চলতি বছর ফসল উৎপাদনে দুইবার ক্ষতির মুখে পড়েন তারা। এক মাসের বেশি সময় তীব্র তাপদাহের কারণে ফলের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে আম ও লিচু ঝরেছে সবচেয়ে বেশি, সেই সঙ্গে শাকসবজিও। দ্বিতীয় দফায় ঘূর্ণিঝড় রিমালে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, কৃষকের সবজি খেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তাপদাহের কারণে সবজির বাজারে একদফা প্রভাব পড়েছে। আর ঘূর্ণিঝড় রিমালের কারণে দ্বিতীয় দফায় প্রভাব পড়বে সবজির বাজারে-এমন আশঙ্কা বিক্রেতাদের। ফলে, বাজারে শাকসবজিসহ দেশি ফলের দামও বেড়ে যেতে পারে।

Comments

The Daily Star  | English

Liverpool forward Diogo Jota dies in car crash in Spain: report

The Portuguese married Rute Cardoso on 22 June 2025, just 10 days before his death

40m ago