বিমান বিধ্বস্ত: উদ্ধারকাজে গিয়ে আহত ১৬ জন সিএমএইচে চিকিৎসাধীন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে গিয়ে আহত ১৬ জন সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
তাদের মধ্যে ১৪ জন সেনাসদস্য, ১ জন পুলিশ সদস্য এবং ১ জন ফায়ার সার্ভিস সদস্য।
আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে মোট ৯ জন আহত সিএমএইচে ভর্তি আছেন।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সিএমএইচে অনুসন্ধানের জন্য ০১৭৬৯০১৪৫৩৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Comments