ট্রাকচাপায় ২ পোশাকশ্রমিক নিহত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুবায়ের দ্য ডেইলি স্টারকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। দুপুর ২টা থেকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

1h ago