গাজীপুর চৌরাস্তায় মসজিদ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/03/img-20250203-wa0063_1.jpg)
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়াস সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
গাজীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ও পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, 'আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনা পর্যবেক্ষণ করে কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। '
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাব্বি মিয়া ডেইলি স্টারকে বলেন, 'ফায়ার সার্ভিসের ইনচার্জসহ একটি টিম আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আছেন।'
Comments