হাতিয়ায় চুলা থেকে ছড়ানো আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্নাঘরের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন—নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের বাসিন্দা।
শুক্রবার ভোররাত ৩টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টার দিকে নিমাই চন্দ্র মজুমদার মারা যান। হাসপাতালে পৌঁছে রাত ৯টার দিকে মৃত্যু হয় মিলন বালার।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তাদের রান্না ঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়ালঘরেও। এতে গোয়ালঘরে থাকা চারটি গরুও আগুনে পুড়ে মারা যায়।
ওসি আজমল হুদা বলেন, এই দম্পতির রান্নাঘরে গোবরের তৈরি জ্বালানি স্তূপ ছিল। আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ার পর তারা গরুগুলো উদ্ধার করতে গিয়ে গুরুতর দগ্ধ হন। ভোরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।
Comments