সাভারে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কার পর ৩ যানবাহন পুড়ে নিহত ৪
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি যানবাহনে আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাত জন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাকিবুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ঢাকা অভিমুখি লেনে একটি অ্যাম্বুলেন্স সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে থেমে গেলে পেছন থেকে আসা একটি বাস তাতে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডারের গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে আগুন লাগা বাসটিতে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে সেই বাসটিতেও আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সসহ তিনটি যানবাহন পুরোপুরি পুড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়। আহত অন্য সাতজন বাসের যাত্রী। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Comments