দুর্বল বিদ্যুৎ সংযোগ ও স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত: স্বরাষ্ট্রসচিব
সচিবালয়ে গত বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দুর্বল বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক স্পার্ককে চিহ্নিত করেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।
তিনি বলেন, 'বুয়েটের বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর বোম্ব স্কোয়াড, স্নাইপার ডগ ও সিআইডির বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বেশ কয়েকটি দল আগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে কাজ করেছে।'
'প্রাথমিক তদন্তের পর আমরা সবাই এই মতামতে পৌঁছেছি যে দুর্বল বিদ্যুৎ সংযোগের কারণে আগুন লেগেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি,' বলেন স্বরাষ্ট্রসচিব।
Comments