দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় রত্না আকতার (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেলে ভোগনগর ইউনিয়নের দিস্তাপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বীরগঞ্জ থানার এসআই মো. রেজাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ রুবেল (২৫) নামের একজনকে আটক করেছে।

নিহত রত্না উপজেলার ভোগনগর ইউনিয়নের দিস্তাপাড়া গ্রামের মো. আকতার হোসেনের মেয়ে। তিনি বীরগঞ্জ মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

নিহত রত্না আকতারের মা রাশেদা খাতুন বলেন, 'দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী রুহুল আমিনের স্ত্রী রোকেয়া খাতুনের সঙ্গে আমাদের মামলা চলছে। ওই জমিতে দুপুরে প্রতিপক্ষ রোকেয়া খাতুনের লোকজন জোর করে ঘর তোলে। এ সময় আমরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে রত্না আকতারসহ আমাদের অন্তত ৫ জন আহত হয়।'

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্নাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।          

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মনোয়ার হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই রত্না আকতারের মৃত্যু হয়েছে। ঘটনার পর উভয় পক্ষের অন্তত ১০ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত রোকেয়া খাতুন ও তাদের পক্ষের লোকজন পলাতক। তাদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার এসআই মো. রেজাকুল ইসলাম।  

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

7h ago