চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে আগুন, আধা ঘণ্টা পরে নিয়ন্ত্রণে

চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকায় কর্ণফুলী মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ মঙ্গলবার দিবাগত রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুনের সূত্রপাতের তথ্য পেয়ে রাত ১০টা ২০ মিনিটে তারা দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে নিয়ন্ত্রণে এলেও আগুন পুরোপুরি নিভে যায়নি। কর্ণফুলী কাঁচাবাজারে এখনো আগুন জ্বলছে।

Comments

The Daily Star  | English