রামপুরায় ট্রাকচাপায় নিহত ১, আহত ৪

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকায় রামপুরা টেলিভিশন সেন্টারের কাছে ট্রাকচাপায় এক তরুণ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন।

আজ বৃহস্পতিবার ভোররাত সোয়া ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'ভোররাত সোয়া ১২টার দিকে কুড়িল বিশ্বরোডের দিক থেকে মালিবাগের দিকে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাক রামপুরা টেলিভিশন সেন্টারের কাছে এসে চার-পাঁচটি গাড়ি ও রিকশাকে ধাক্কা দেয়।'

'সে সময় পথচারী এক তরুণ নিহত হন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ঘটনাস্থল থেকে আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।'

নিহত তরুণ সোহাগ মিয়া পেশায় রঙমিস্ত্রী।

গণপিটুনির শিকার ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

4h ago