খৈয়াছড়া ঝরনায় ওপর থেকে পাথর পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঝরনার পানিতে গোসল করার সময় হঠাৎ ওপর থেকে পাথর পড়তে শুরু করে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মিরসরাইয়ের পর্যটনকেন্দ্র খৈয়াছড়া ঝরনার পানিতে গোসল করতে নেমে এক পর্যটক মারা গেছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

তারা দুজন বেসরকারি ওয়ান ব্যাংকের কর্মকর্তা।

শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যাংক কর্মকর্তা মাহবুব হাসান (৩০) ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ওয়ান ব্যাংকের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। 

গুরুতর আহত গাজী আহমেদ বিন শামস (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ওয়ান ব্যাংকের কারওয়ানবাজার হেড অফিস থেকে ছয় কর্মকর্তা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় বেড়াতে যান। 

দুপুরের দিকে তারা ঝরনার পানিতে গোসল করার সময় হঠাৎ ওপর থেকে পাথর পড়তে শুরু করে। এসময় পাথরের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মাহবুব। একই ঘটনায় গাজী আহমেদ বিন শামস গুরুতর আহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার দুপুরে খৈয়াছড়া ঝরনা এলাকায় পর্যটক আহত হওয়ার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি।'

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ডেইলি স্টারকে বলেন, 'খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে একজন পর্যটক ঘটনাস্থলে মারা যান। আরেক গুরুতর আহত হন হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
 

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

46m ago