শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের একজনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের একজন মারা গেছেন।
গতরাত ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণে আহমেদ উল্লাহ নামের ওই শ্রমিকের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল।
ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১০ শ্রমিককে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে গতরাতে বলেন, 'শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধদের প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের মধ্যে জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ, আহমেদ উল্লাহর ৯০ শতাংশ, কাশেমের ৩৫ শতাংশ, সাগরের ২৫ শতাংশ দগ্ধ, আল আমিনের ৮০ শতাংশ, খায়রুলের ৮০ শতাংশ, হাবিবের ৪০ শতাংশ, বরকতের ৫০ শতাংশ, আনোয়ারের ২৫ শতাংশ এবং রফিকের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।'
'শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের কেউই আশঙ্কামুক্ত নন', সেসময় বলেন তিনি।
গুরুতর আহতদের মধ্যে আট জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
তারা হলেন, আহমেদ উল্লাহ, বরকত উল্লাহ, আনোয়ার হোসেন, আল আমিন, জাহাঙ্গীর আলম, হাবিব, মো. খায়রুল ও আবুল কাশেম।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'রাতে চট্টগ্রাম থেকে আট জন দগ্ধকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আহমেদ উল্লাহ মারা গেছেন।'
Comments